আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী পুকুরপাড়া আদর্শ ও সততা ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তারাঞ্জুবাড়ী পুকুরপাড়া আদর্শ ও সততা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আকরাম আলী, আকালু (ডংগা), রফিকুল ইসলাম, সোহেল রানা, সাহাবুদ্দিন মিঞা, সমর কুমার চট্টোপাধ্যায়, দিলিপ কুমার রায় ও ফজলে রাব্বী রুবেলকে সংবর্ধনা দেওয়া হয়।
আমজানখোর ইউনিয়ন যুবলীগের সভাপতি নইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন, ওসি হাবিবুল হক, বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি রাকিবুস সুলতান রাসেল প্রমুখ।