বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৩, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সময় যতই ঘনিয়ে আসে ততই জমে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের প্রচার। ইতোমধ্যে ৯টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলো পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধরনা দিচ্ছেন। উপজেলায় এ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে দিন যতই ঘনিয়ে আসে ততই পরিবেশ নষ্ট হওয়ার আশষ্কা দেখা দিচ্ছে। নির্বাচন কে সামনে রেখে হোটেল – রেস্তোরাঁগুলোতে বেড়েছে বেচা-কেনা বেড়েছে। ডেকেকারেটর মালিকরাও ব্যস্ত সময় পার করছেন। বেকার যুবকদের কদর বেড়েছে বিভিন্ন কাজে। তাঁর এখন প্রার্থীদের পুরো সময়ের কর্মী হিসেবে কাজ করছেন। সবমিলিয়ে উপজেলার নয়টি ইউনিয়নে এখন ভোট উৎস বিরাজ করছে। উপজেলার যেসব ইউনিয়ন পরিষদের ২৬ ডিসেম্বর ভোট হবে, সেগুলো হলো -শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, মোহাম্মদপুর,সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রচার -প্রচারণা চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি মেম্বার প্রার্থীরাও বেশ এগিয়ে রয়েছেন। মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামবে রেখে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য গতকাল বুধবার সন্ধ্যায় নাগরগঞ্জ বাজারে বিশাল নির্বাচনীয় পথসভায় অনুষ্ঠিত হয়েছে। মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ বাজারে একটি চাটালে মরিচা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আকতারুল ইসলাম বাবুল চৌধুরী, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বুলবুল চৌধুরী, মরিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সফিউল আযম, ৬নং আওয়ামী লীগের সভাপতি গৌর চরণ রায়, স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেক্লাবের সহ-সভাপতি মোঃ ছকি উদ্দিন। অন্যদিকে সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী গৌরাঙ্গ রায় কর্মী-সমর্থক নিয়ে তার ফুটবল প্রতীকের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে বুঝিয়ে দিয়েছে যেন তিনি চেয়ারম্যান প্রার্থীর থেকে কম নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণার অংশ হিসেবে দিনজপুরে রংপুর আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন ও সেমিনার অনুষ্ঠিত

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

দিনাজপুরের বিরামপুরে  ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো  মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরের বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পেলেও মুক্তিযুদ্ধার তালিকায় ঠাই মিলেনি বৃদ্ধ মকবুল হোসেনের নাম

রাণীশংকৈলে ফেন্সিডিল সহ ইউপি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

বন্দীদের খোঁজখবর নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কারাগার পরিদর্শণ

‘‘ কমলা চাষে অবিশ্বাস্য সাফল্যে জুয়েল ”

রানীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী ঘোষনা,এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

পঞ্চগড়ে কাজ শেষ হওয়ার ২০ মাসেও বিল পায়নি ঠিকাদার