শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নৌকার প্রার্থীর প্রচারণায় প্রিজাইডিং অফিসার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৪, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নে প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। তিনি আকচার ১ নম্বর ওয়ার্ডের ‘রাংরাই পুকুর শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে দায়িত্ব পাওয়া সহকারী প্রিজাইডিং অফিসার কৃষ্ণচন্দ্র মালাকার। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের নৌকা প্রার্থী সুব্রত কুমার বর্মণের বিভিন্ন প্রচারণায় তাকে দেখা যায়। সুব্রত কুমারের সঙ্গে কৃষ্ণচন্দ্রের প্রচারণায় অংশ নেয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-
সমালোচনা শুরু হয়। ঐ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাইউদ্দিন বাদশা কৃষ্ণচন্দ্র মালাধার সহ আরও তিনজন জন প্রিজাইডিং অফিসারের বিষয়ে লিখিত আবেদনে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি জানিয়েছে। অন্য তিনজন হলেন, আকচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল রশিদ মহাবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া শান্তানু সেন, ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জয়ন্ত কুমার রায় ও ৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শঙ্কর রায়।
বিস্তারিত জানতে কথা হয় সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পাওয়া কৃষ্ণচন্দ্র মালাধারের সঙ্গে। প্রথমে পাওনা টাকা আনতে যাওয়ার উছিলা দিয়ে প্রচারণায় অংশ নেয়ার কথা অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন। তিনি বলেন, আগে প্রচারণায় গিয়েছি। কিন্তু এখন যায় না। কালরাতেও তারা আমাকে ডাকতে এসেছিলো। কিন্তু আমি যাইনি। এই বিষয়ে নৌকার প্রার্থী সুব্রত কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।
আপত্তি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আকচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থেকেই খোজ নেয়া শুরু করেছি। খোজ নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনী কর্মকর্তা রেজাউল ইসলম বলেন, এমন অভিযোগ বেশকিছু ইউনিয়ন থেকে এসেছে। প্রতিটি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিনাজপুর জেলা পরিষদের প্রথম মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নে মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করা হয়নি

রাণীশংকৈল থানার এসএম জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত !

‘স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারে জরিমানা

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা

ঠাকুরগাঁও আদালতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ২১ জন আইনজীবী নিয়োগ