মোঃ আশরাফুল ইসলাম,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই ইউনিয়নে একই রাতে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা ও তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও শালবাহান ইউপির নবনির্বাচিত সদস্য কাবুল হাজাত রানা জানান, গভীর রাতে ট্রান্সফর্মারটি চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কাবুল হাজাত রানা জানান, এলাকায় ৪/৫টি ওয়েল্ডিং দোকান, সেচসহ প্রায় ১ হাজার ৫শ বিদ্যুত গ্রাহক রয়েছে। বর্তমান বোরো মৌসুম ও চা বাগান পরিচর্যায় সেচ এর বিশেষ প্রয়োজন। বিদ্যুত অফিসের পক্ষ হতে তাৎক্ষণিক লোড শেডিং দিয়ে বিদ্যুত সংযোগ পাওয়া গেলে এর স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে চরম ভোগান্তিতে পরতে হবে গ্রাহকদের। ফলে কৃষি উৎপাদনে বিঘœ ঘটতে পারে।
বিদ্যুত উন্নয়ন বোর্ড (নেসকো) তেঁতুলিয়া আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানান, শনিবার গভীর রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের কালিতলা ২শ কিলো ভোল্ট (কেভি) ও তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় ১শ কেভি ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক দুটি ট্রান্সফরমার দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। ট্রান্সফর্মার দুটির মূল্য প্রায় ৭ লাখ টাকা। সরকারি সম্পত্তি দুর্বৃত্তরা নিয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুত সংযোগ বন্ধ থাকলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে, যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ট্রান্সফর্মার চুরি করে। চুরির ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি এজাহার দাখিল করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।