বৃহস্পতিবার , ২৭ মে ২০২১ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে সংবাদসম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৭, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও : দখলদারদের হাত থেকে খাসজমি উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪২ টি গ্রাম ভিত্তিক জনসংগঠনের সাড়ে ৩ হাজার ভুমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত চেয়ে সাংবাদিকের সাথে মত বিনিময় সভা করেছে ভুমিহীন সমন্বয় পরিষদ।
খাস জমি উদ্ধারের আন্দোলনকে বেগবান করার লক্ষে বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় কিছু ভূমিদস্যু ভ‚মিহীনদের অধিকার বঞ্চিত করাসহ নানা রকম হয়রানী করার অভিযোগ করেন ভুমিহীন সমন্বয় পরিষদের নেতারা।
বক্তারা আরো বলেন, সদরের বেগুনবাড়ি, রহিমানপুর ও জামালপুর ইউনিয়নে ৪৭ একর খাসজমির আওতা ভুক্ত রয়েছে। এসব জমি উদ্ধার করে ভুমিহীনদের মাঝে বন্টন করা দাবি করা হয় এই সভায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান রাজকুমার রায়, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সিডিএ’র কো-অর্ডিনেটর কাওসার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত