মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৭, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ৭৯ ব্যাটালিন ক্যাম্প কমান্ডার এস এন চৌবিরের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
এতে করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বোঝাপড়া আরও ভালো হয় বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও