আসন্ন দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ২১৯টি ইউপি’র ন্যায় বীরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন উপজেলার ৬নং নিজপাড়া ও ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চেয়েছিলেন ২ টি ইউনিয়নের ৮ জন প্রার্থী।
সেখান থেকে যাচাই-বাছাই অন্তে ২টি ইউনিয়নের ২জনকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার মাঝি’রা হলেন –
৬নং নিজপাড়া ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আঁখি সরকার জানান, নিজপাড়া ভোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এপর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৩৬ ও ভোগনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য পদে ৪৩ ও সংরক্ষিত মহিলা সদস্য ১৩ সহ ১১২ জন প্রার্থী। দুটি ইউনিয়নে এবার ইভিএম (ইলেক্ট্রনিক) ভোটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।