বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচন হবে ইভিএম পদ্ধতি ব্যবহার, ইভিএম হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগে মেশিন বা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বলে সামগ্রিক প্রক্রিয়াটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত। এর অন্য নাম ই-ভোটিং। বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে ১১০টি ইভিএম পদ্ধতি ব্যবহারে ভোট গ্রহণ করা হবে। বীরগঞ্জ পৌরসভার ভোটারগ্রহণের আগে ১৪ জানুয়ারি স্কিন মনিটরের মাধ্যমে ১নং ওয়ার্ডের বীরগঞ্জ সরকারি কলেজ, ২নং প্যারাডাইস কিন্ডারগার্টেন এন্ড স্কুল,৩নং বীরগঞ্জ কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪নং বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা,৬নং মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নং বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ৮নং জগদল লুথারেন চার্চ চাইল্ড স্কুল, ৯ নং জগদল হাটপুকুর আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম ব্যবহার সম্পর্কে ভোট দেয়ার নিয়ম উম্মুক্তভাবে দেখানো হবে। এছাড়াও নির্বাচনের আগে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইভিএম মেশিনে প্রায় চার হাজারটি পর্যন্ত ভোট দেয়া যায়। সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তালিকা থাকে। বাটন চাপ দিয়ে অক্ষরজ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে। একটি ভোট দিতে আনুমানিক ১৪ সেকেন্ড সময় লাগে। একজন ভোটারের কোনোভাবেই একটির বেশি ভোট দেওয়ার সুযোগ থাকে না। সাধারণ ব্যালট ভোটের মতো কেন্দ্রেও সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টরা,নেতাকর্মীরাসহ পর্যবেক্ষকরা তো থাকবেই। মেশিনটিতে একটি পূর্ব প্রোগ্রামিং করা মাইক্রোচিপ থাকে যা প্রতিটি ভোটের ফলাফল তাৎক্ষণিকভাবে হিসেব করে প্রদর্শন করে