বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ, লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ ধাপে ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিউর রহমান রাজুকে সুনিশ্চিত বিজয় করার লক্ষ্যে সোমবর সন্ধ্যায় ভোগনগর ইউনিয়ন আ.লীগের আয়োজনে মদিনা হাজীর চাতালে বর্ধিত সভায় ভোগনগর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, প্রার্থী মো. রাজিউর রহমান রাজু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাবুল, ত্রাণ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার, প্রচার সম্পাদক হরিস চন্দ্র মিঠু, সাবেক উপজেলা আ. যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, ভোগনগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো. মমতাজুল করিম, উপজেলা তাঁতী লীগের সভাপতি ফরিদুল ইসলান ফরিদ ও ৯টি ওয়ার্ডের সভািপতি- সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করে, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। তাই আগামী ৩১ জানুয়ারি ইভিএম ইলেক্ট্রনিক ভোটিং এর মাধ্যমে নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে এইসব অপশক্তির বিনাশ ঘোটাতে হবে।