মোঃ মজিবর রহমান শেখ,,
বন্দীদের খোঁজ-খবর নিতে ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মো. মাহবুবুর রহমান কারাগার পরিদর্শণ করেছেন। সোমবার (১০ জানুয়ারী) ঠাকুরগাঁও জেলা কারাগার পরিদর্শণকালে বন্দীদের বিনোদনের জন্য দুইটি ৪৯ ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার, জেলার মো: বদরুদ্দোজা, সহকারি সার্জন সহ জেলা কারাগার ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এ সময় ঠাকুরগাঁও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মোঃ মাহবুবুর রহমান বন্দীদের প্রাত্যহিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।