বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে উপজেলা শাখার শুভসংঘ বন্ধুদের উপস্থিতিতে কর্মপরিকল্পনা সভা করা হয়।এ সময় উপস্থিতি ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখায় উপদেষ্টা সোহেল আহম্মেদ, সভাপতি আরমান রাজু, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকেশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, সমাজকল্যাণ সম্পাদক ধনদেব রায়, কার্যকরী সদস্য নাঈম ইসলাম, আল ইমরান, সাব্বির হোসেন, আরিফ হোসেন, গোপাল রায়, অজয় রায়, জবা রানী রায় প্রমুখ।