ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার ৩ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে ইউপি চেয়ারম্যান কাউসার আলী ডাবলু’র বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্য আরজিনা পারভীন ও ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অমল চন্দ্র রায় কে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা। নয়াদিঘী পুকুরের খাজনার টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জামা না করে আত্মসাৎ করা,উপকারভোগীর কাছ থেকে মাসিক ২০ টাকা করে অতিরিক্ত আদায় করা এবং পরিষদের গাছ কেটে বিক্রি ও টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হওয়ায়