মোঃ মজিবর রহমান শেখ,,
হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় গত রাত থেকে শুরু হয়েছে বৃষ্টির, এর ফলে শীতের প্রকোপ বেড়ে গিয়েছে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে। গত রাত থেকে বৃষ্টি হওয়াতে জোকে বসেছে শীত সারাদিন সূর্যের মুখ দেখা যাচ্ছে না। থেমে থেমে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি ঝড়ছে। যার ফলে বিভিন্ন বয়সের মানুষ শারীরিক ভাবে অসুস্থ বিশেষ করে বয়স্ক ও শিশুরা ভুগছে শ্বাস কষ্ট, নিমুনিয়া, ডায়রিয়া সহ নানা বিধ রোগে। সাধারণ হত দরিদ্র মানুষের দাবি এই শীতে তাঁরা সরকারি কোন প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না এমন কি ঠাকুরগাঁও জেলায় অনেক এনজিও আছে তাঁরা তাঁদের ঋণ আদায় করতে মরিয়া কিন্তু এই সব দুঃস্থ মানুষের কম্বল কিংবা খাদ্য সরবরাহ করছে না।
এলাকার গরীব মানুষের দাবি তাঁদের দিকে সরকার সহ সকল এনজিও বৃত্তবান মানুষেরা এগিয়ে আসলে জীবন বাঁচাতে সহজ হতে পারে। দুটো ভাত তুলে দিতে পারে তাঁদের পরিবারের সদস্যদের মুখে। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না। সবাই আশা করে এমন সহযোগিতার সমাজের অনেক বিত্তবান মানুষ আছেন যারা বিভিন্ন অসৎ পথে টাকা নষ্ট করেন। তাঁরা যদি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে বেঁচে যেতে পারে অনেক গুলি প্রাণ ।