মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে কমলা-মাল্টার পর এবার আপেল চাষের উজ্জল সম্ভাবনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৮, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সফল চাষী আজাহারুল ইসলাম চৌধূরীর মিশ্র ফল বাগানে মাল্টা এবং কমলার পর এবার আপেল গাছে ফল এসেছে। সফল হলে আগামীতে বানিজ্যিক ভাবে চাষ করবেন তিনি। তবে কৃষি বিভাগ বলছেন, এখানকার আবহাওয়া আপেল চাষের উপযোগী না হলেও পরীক্ষা মুলক ভাবে চাষ করা যেতে পারে।
আজাহারুল ইসলাম চৌধূরী জানান, রনশিয়ার চন্দ্রা গ্রামের বহরোল বিলের মাঝে প্রায় ৬ একর জমিতে দুই বছর আগে নদীর আদলে আকা বাকা পুকুর কেটে সেই মাটি দিয়ে চারদিকে উচু বেস্টনীর পাশাপাশি ১০ টি সমতল পাড় তৈরী করেন তিনি। চারদিকে তারের বেড়া দিয়ে উচু বেস্টনী সহ প্রতিটি সমতল পাড়ে রোপন করেন সামার আপেল, মাল্টা, কমলা, কুল, সুইট লেমন, মিষ্টি জলপাই, কাজু বাদম, চেরি ফল, বারমাসি আম, পিচ ফল, কদবেল, মিষ্টি তেতুল, ভেরিগেট পেয়ারা, চুই ঝাল মসলা সহ নানা জাতের ফলের গাছ। গত বছর প্রথমবারের মত মাল্টা, কমলা, আপেল কুল, কাশমেরি কুল, বলসুন্দরী, নারকেল কুল, চেরি ফল, পিচ ফল, সুইট লেমন ও ভেরিগেট পেয়ারা গাছে ফল আসে। এবার চলতি মৌসুমে ঐসব গাছের পাশাপাশি প্রথম বারের মত ফল এসেছে সামার জাতের আপেল গাছে। বাগানের একটি গাছের ডালে দুইটি আপেল ফল এখন বাতাশে দোল খাচ্ছে। আপেল গাছে ফল আসার খবর এরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাগান মালিক বলেন, বানিজ্যিক মনোভাব নিয়ে বাগানের অন্যান্য ফলেন গাছ লাগানো হলেও সামার জাতের আপেল গাছ লাগিয়েছেন শখের বশে। আপেল সহ তার বাগানের সব গাছের চারাই ভারত থেকে আনা। যশোরের একটি নার্সারীর মাধ্যমে চারা গুলি সংগ্রহ করেছেন তিনি। ফলের বাগানের পাশাপাশি মাছ এবং হাঁস চাষও করছেন তিনি। এতে থেকে ভাল লাভবান হবেন বলে আশা বাগান মালিকের। তার আশা বাগান থেকে প্রতিবছর ১০ লক্ষাধিক টাকা আয় করতে পারবেন। তিনি অরো জানান, আপেল গাছে যেহেতু ফল এসেছে এবং আকার আকৃতি ঠিক বাজারের আপেলের মতই। সেহেতু এটার স্বাদও ভাল হবে এবং এটি বানিজ্যিক ভাবে চাষাবাদ করা সম্ভব হবে। সফল হলে আগামীতে বাণিজ্যিক ভাবে আপেল চাষ করবেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় বলেন, এ এলাকার আবহাওয়া আপেল চাষের উপযোগী না হলেও পরীক্ষা মুলক ভাবে চাষ করা যেতে পারে। আজাহারুল ভাইয়ের ফলের বাগানে আপেল গাছে ফল ধরেছে। দেখা যাক কি রেজাল্ট হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পথ-শিশুদের মাঝে খাবার বিতরণ

তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহে জরুরী সাড়াদান কার্যক্রমের বাস্তবায়নকৃত কর্মসূচীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বৃষ্টিতে ভিজে চার ঘন্টা বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন

বোচাগঞ্জে চেয়ারম্যান পদে আফছার আলী, ভাইস চেয়ারম্যান পদে রেদওয়ানুল করিম রাবিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোতালেব নির্বাচিত

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহে মাঠে লাখো লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

ঘোড়াঘাটে ভিজিএফ কর্মসূচীর আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী চাল পাচ্ছেন