ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃপবিত্র ইদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচীর আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী ১০ কেজি করে চাল পাবেন।
বুধবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৫ হাজার ৭৫৫ জন কার্ড ধারীর মধ্যে প্রথম দিনে ৬ থেকে ৯ ওয়ার্ডের ২৮৩৫ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান ছদের আলী। এ সময় তার সাথে ছিলেন ইউপি সচিব আহাসানুল হক সরকার, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা সহকারি পল্লী উন্নয়ন অফিসার এটিএম রাকিবউজ্জামান ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকে।
এ বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান, পৌরসভা সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের উপস্থিতিতে হতদরিদ্র অসহায় কার্ডধারী মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হবে।
এ বছর ঘোড়াঘাট পৌরসভায় ১৫.৪০০ মে.টন, সিংড়া ইউনিয়নে ৬১.৪৫০ মে.টন, বুলাকীপুর ইউনিয়নে ৫৭.৫৫০ মে.টন, পালশা ইউনিয়নে ৫.৬৭০ ও ঘোড়াঘাট ইউনিয়নে ২৮.৮১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে সিংড়া ইউনিয়নে কার্ডধারীদের মাঝে চাল দেয়া হয়েছে।