বিকাশ ঘোষ বীরগঞ্জ দিনাজপুর প্রদিনিধিঃ ডিজিটাল সেবার পাশাপাশি গ্রামীণফোনের সকল কাঙ্খিত পণ্য ও উৎকর্ষ সেবা, গ্রাহকদের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরর বীরগঞ্জে শুভ উদ্বোধন করা হলো গ্রামীণফোন সেন্টার।
বুধবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের খাঁন সুপার মার্কেটে গ্রামীণফোনের নতুন গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন।
তিনি বলেন,“নতুন একটি গ্রাহক সেবা চালুর মাধ্যমে বীরগঞ্জে গ্রামীণফোন গ্রাহকদের সেবা প্রাপ্তির দ্বার উন্মোচিত হলো। এখান থেকে গ্রাহকরা চাহিদা মতো গ্রামীণফোনের সকল সেবাসহ পাবেন বিখ্যাত ব্রান্ডের মোবাইল ও এক্সেসরিজ ।”
অনুষ্ঠানকে সুন্দর ও আরো সাফল্য মন্ডিত করনার্থে উপস্থিত ছিলেন গ্রামীণফোনেররিজিওনাল হেড হারুন মোস্তাফিজুর রহমান, সার্কেল রিটেল হেড নান্টু চন্দ্র দাস, এরিয়া ম্যানেজার গোলাম মুর্তজা, রিটেইল চ্যানেল ম্যানেজার ফ্রান্সিস আমল রোজারিও, টেরিটরি ম্যানেজার মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকজয়ন্ত কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এরশাদুল হক, প্যানেল মেয়র আব্দুল্লা আল হাবিব মামুন, পৌর কাউন্সিলর আব্দুল বারিক, বিশিষ্ট ব্যবসায়ী হেম চন্দ্র দাস, নতুনসেবা কেন্দ্রের সত্বাধিকারী বিধান চন্দ্র দাস সহ স্থানীয়গণ্যমান্য ব্যাক্তিবর্গ।