বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আ.লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ ধাপে আসন্ন বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যায় ব্যাপক গণসংযোগ শেষে নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ডাক্তার পাড়ায় বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ মো. ফয়সালকে নৌকা মার্কায় সুনিশ্চিত বিজয় করার লক্ষ্যে নির্বাচনী উঠার বৈঠকে নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম আসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রার্থী নুরিয়াস সাঈদ ফয়সাল, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রতন ঘোষ, নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, আনোয়ার হোসেন, সুরেশ চন্দ্র রায়, হরিপদ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর-মুক্তিযোদ্ধা প্রেমান্দ রায়। বক্তৃরা বলেন,আ.লীগ সরকার সবসময়ই দেশের দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে। ক্ষমতায় এসে আ.লীগ সরকার বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতার প্রচলন চালু করেছেন। যেমন প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযুদ্ধো সম্মানী ভাতাসহ সমাজিক নিরাপত্তা বেষ্টনী সব খাতে বরাদ্দ ও উপকারভোগী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। গণমানুষের কল্যাণে প্রয়োজনীয় এসব কর্মসূচি আগামীতে আরও বৃদ্ধির লক্ষ্যে ও ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করতে হবে। নৌকা হচ্ছে উন্নয়ন ও শান্তির প্রতীক। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এই নৌকা মার্কার কান্ডারী। নৌকার সরকার ক্ষমতায় আছে বলে দেশে এতো উন্নয়ন। প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলেই আজ প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।