শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে —-হুইপ ইকবালুর রহিম এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৮, ২০২২ ২:১২ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষায় আলোকিত করে তুলতে হবে উল্লেখ করে বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক। শিক্ষকতা একটি মহৎ পেশা। আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের বিকাশের মাধ্যমে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সমাজে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার দূরীকরণের মধ্যদিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের কর্ণধার হিসেবে গড়ে তোলা শিক্ষকের মূল দায়িত্ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কারিকুলাম যুগোপযোগী করা, কারিগরি ও নারী শিক্ষার হার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছেন।
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে জিলা স্কুল প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। র‌্যালি শেষে জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আহসানুল হক মুকুল, সহ সভাপতি বুনু বিশ্বাস, সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল ৯ টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” স্লোগানে প্রথমবারের মত জমকালো আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহŸায়ক ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ‘‘শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য নিয়েই গতকাল ২৭ আগষ্ট বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করেছে বোচাগঞ্জ শিক্ষক সমিতি।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিস থেকে একটি বনাঢ্য র‌্যালী বের কর হয়। র‌্যালীটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান হাবিব, সেতাবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ রায় প্রমুখ। এসময় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপান্তর শুরু” স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার ঘুঘুরাতলী মোড় হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে সভায় দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রফুল্য কুমার বর্মণ, চিরিরবন্দর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, পলাশবাড়ি জব্বারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, রাণীরবন্দর এন আই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রঞ্জু, দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাজিমউদ্দিন শাহ, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউর রহমান বকুল, চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরুন নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, আওয়ামী লীগের শ-সভাপতি শিবেশ কুন্ড, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রার অধ্যক্ষ আ ছ ম হুমায়ন কবির, বিএম কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক-ই- আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা খাতুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, রেলকলনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাম্বাসেডর শিক্ষক মামুনুর রশীদ, শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক নিরঞ্জ কুমার প্রমুখ।
এতে কাটলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল হান্নান, কেটরা কলেজের অধ্যক্ষ আবু তাহের, বিরামপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম ডাবলু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, খাঁনপুর মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী সরকার,এ্যাম্বাসেডর শিক্ষক প্রভাষক মেফতাহুন নাহার কবিতা, এ্যাম্বাসেডর শিক্ষক মিজানুর রহমান মিজান, এ্যাম্বাসেডর শিক্ষক তৌফিকুল ইসলাম রবি, এ্যাম্বাসেডর শিক্ষক বেনজির হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট অ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হাকিম মোল্লা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

ঠাকুরগাঁওয়ে বিধিনিষেধ না মানায় জরিমানা

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন

ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌর নাগরিকদের

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ