শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলায় পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে পৌঁছানোর পর সাংবাদিকদের উপস্থিতিতে প্রত্যক্ষদর্শীরা এই অভিযোগ করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের নির্বাচনি অফিসে দুবৃত্তরা ভাঙচুর করে। আতাউর রহমান উল্লিখিত ইউনিয়নে মোটরসাইকেল মার্কায় নির্বাচন করছিলেন। সরেজমিনে দেখা যায়, তার নির্বাচনি অফিসের চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অফিসের সামনে ছেঁড়া পড়ে আছে মোটরসাইকেল প্রতীক সংবলিত নির্বাচনের পোস্টার। এই ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী আসমত আলী বলেন, রাতে আমি চৌধুরী হাটে চা খেতে আসি। তখন চৌধুরী হাট স্কুলে নৌকাপ্রার্থী নোবেলের নির্বাচনি জনসভা চলছিল। রাত একটু গভীর হলে একদল লোক মোটরসাইকেলের অফিস ভাঙচুর করে। এ সময় পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাধা দেয়নি। আতাউর রহমান ,সাংবাদিকদেরকে বলেন, ৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় চৌধুরী হাট স্কুলে বৈঠকের আয়োজন করে নৌকার প্রার্থী। সেখানে মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে শত শত বহিরাগত মানুষ ভিড় করে। এক পর্যায়ে তারা আমার অফিসে ভাঙচুর করে। এ সময় আমার ৬ জন সমর্থক গুরুতর আহত হয়। আমরা উপস্থিত পুলিশের সহায়তা চেয়েছিলাম কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের চার সদস্য নিয়ে ঘটনাস্থলে দায়িত্বে থাকা এসআই ইসহাক এ প্রসঙ্গে বলেন, ঘটনার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কারেন্ট ছিল না। ফলে ভাঙচুরের সময় আমরা বুঝতে পারিনি। তবে জানার সাথে সাথে সেখানে গিয়েছি। তখন কেউ ছিল না।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, চৌধুরী হাটে যখন মিটিং চলছিল তখন পুলিশ ছিল। তবে তাদের উপস্থিতিতে ঘটনা ঘটেছে কিনা আমি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম

সাবেক চেয়ারম্যান মোস্তফা আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

জিংক ফুড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

বোচাগঞ্জে ভে-জাল বীজে সয়লাব বাজার

বোচাগঞ্জে ভে-জাল বীজে সয়লাব বাজার

মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন