মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ২১০ পিস ইয়াবা সহ সোহাগ (৪০) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করা হয়। আটক কৃত সোহাগ ঠাকুরগাঁও পৌরসভার ইসলাম নগর এলাকার মৃত জকিম উদ্দিনের ছেলে এবং ১২ নং– ওয়ার্ড কাউন্সিলর একরামুদৌলা সাহেব এর ছোট ভাই বলে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় সূত্রে জানা যায়, আটক কৃত সোহাগ দীর্ঘদিন থেকে মাদক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।