সোমবার , ২০ মে ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২০, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ

শনিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়ক হতে দিনাজপুরের সর্বস্তরের মানুষের সমন্বয়ে “দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি” -শীর্ষক প্রতিবাদ বিক্ষোপ কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মেহেরুল ইসলাম এর নেতৃত্বে মিছিলের নেতৃত্ব দেন জেলা জাসদের সভাপতি এ্যাড লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শহীদুল্লাহ, বাংলাদেশের ওয়াকার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, সম্মিলীত সংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, এ্যাডাব এর সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কানিজ রহমান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জলিল আহম্মেদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত, অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সহ সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জুয়েল, বাসদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন, এসএম মনিরুজ্জামান মনির। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অমৃত রায়। বক্তারা বলেন, গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করে ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে। আমাদের জোর দাবী ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের স্বোচ্ছার কন্ঠস্বর গর্জে উঠুক এবং সবাই একসাথে বলুন মার্কিন স¤্রাজ্যবাদ ধ্বংস হোক- নিপাত যাক। ফিলিস্তিনের বীর জনতা আমরা তোমাদের সাথে আছি এবং থাকবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবহেলা আর অযত্নে বিলুপ্তির পথে হরিপুরের রাজবাড়িটি

হরিপুরে নবাগত নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহন

দিনাজপুরে নজরুল পরিষদের উদ্দ্যেগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যবার্ষিকী পালিত

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

পীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

ধর্মীয় সম্পৃতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে.—-রেলপথ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের শীতবস্ত্র বিতরণ

হরিপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

বীরগঞ্জে স্টুডেন্টস এসোসিয়েশন অব (এসএবিডি)এর সভাপতি সাদমান ও সাধারণ সম্পাদক ইব্রাহীম