মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা- ২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন,
১৯ জুলাই বিকেল চারটায় দিনাজপুর বড়মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং একই দিন সকাল দশটা হতে বেলা একটা পর্যন্ত তিন ঘন্টায় দিনাজপুর জেলার ১০৩ ইউনিয়ন ও পৌর এলাকায় আট লক্ষ বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে।
উক্ত প্রস্তুতি মূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোসফেকুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুর বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার,সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার,ওয়ার্ল্ডভিশনের জেলা সমন্বয়কারী অরবিন্দ সিলভেস্টার গমেজ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া,স্কাউটস দিনাজপুর জেলার সম্পাদক মোঃ আকরাম হোসাইন, দিনাজপুরের বিভিন্ন নার্সারি মালিক, নার্সারি উদ্যোক্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা , সংবাদকর্মী সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।