রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ৬টি মোটরসাইকেল সন্দেহজনক ভাবে আটক করা হয়
বুধবার (২ জুলাই) পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং সন্দেহজনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। এসময় বিভিন্ন যানবাহন থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এবিষয়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা মেহেদী হাসান জানান, হেলমেট ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক আইনে ১১ টি গাড়ির মালিককে বিভিন্ন অংকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।