বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দিনাজপুরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনকালে দিনাজপুর -১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শহীদ মিনার মানুষের দেশপ্রেম কে উন্মেষিত করলেও পাকিস্তানি প্রেতাত্মারদের কাছে শহীদ মিনার এক আতঙ্ক। যার কারণে তারা শহীদ মিনার রাষ্ট্রদ্রোহী করবার চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় শহীদ মিনার ভেঙে দিয়েছিল। তিনি বলেন, শহীদ মিনার হয়ে উঠেছে বাংলাদেশকে চেনার প্রতীক রূপে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী প্রমূখ।