পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পীরগঞ্জ ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে পাবলিক ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ম সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল. সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকি কনক জানান, টুনার্মেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। ২৪ মার্চ টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।