ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বজ্রপাতে শনিবুল্লাহ ( ২২ ) নামে এক নির্মান শ্রমিকের
মৃত্যু হয়েছে । সোমবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ক্ষিদ্রগড়গাঁও গ্রামে এ
ঘটনা ঘটে । হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত
করেছেন । স্থানীয়রা জানায় , ক্ষিদ্রগড়গাঁও গ্রামের আলমের ছেলে শনিবুল্লাহ
বিকালে কানিহার পুলের উপর বসে ছিল । এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে । এতে তার
ঘটনাস্থলেই মৃত্যু হয় ।