বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে এক কোটি জনগণকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সুন্দরপুর ইউনিয়ন পরিষদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।