Sunday , 27 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হাটবাজার গুলোতে লাগামহীন নিত্যপণ্যের দাম”

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার হাটবাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্য-তেল সহ বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে, তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ক্ষুব্ধ। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে চরম সংকটে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতিকে কেউ কেউ দাবানলের সঙ্গে তুলনা করছেন। আগে যেখানে প্রচলিত বাক্য ছিল ‘নিত্যপণ্যের বাজারে আগুণ’। চাল-ডাল-তেল থেকে শুরু করে অতি প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামের একই অবস্থা। নিত্যপণ্যের দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য করোনা মহামারিতে উৎপাদন কমে যাওয়া, বিশ্ববাজারে অস্থিরতা, অতিরিক্ত আমদানি নির্ভরতা, সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত ও সুযোগসন্ধানী ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। আবার কেউ কেউ অভ্যন্তরীণ বাজারের সুশাসনের অভাবকেও দায়ী করছেন। ২৭ রবিবার সরেজমিনে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়- যেমন, রুহিয়া রামনাথ হাট,আখানগর হাট ঢোলার হাট, বালিয়াডাঙ্গী লাহিড়ী হাট, রাণীশংকৈল নেকমরদ হাট, হরিপুর যাদুরাণী হাট ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা শিবগঞ্জ হাট, খোচাবাড়ি হাট, পীরগঞ্জ উপজেলা নসিবগঞ্জ হাট বরহাট হাট বৈরচুনা হাট পীরগঞ্জ কলেজ বাজারসহ কাতিহাড় হাটে আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, মটরশুঁটি, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, পাতাকপি, সজনে, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ধুন্দল, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ বিভিন্ন শাকসবজিতে ভরপুর বাজার। সকাল থেকেই জমে উঠেছে বেচাকেনা। এর মধ্যে কাঁচামরিচ ৪০-৫০টাকা, আলু ২০-২৫ টাকা, টমেটো ৩৫ টাকা, গোল বেগুন ৪০টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, করলা ৭০ টাকা, কাঁচা পেঁপে ৪৫-৫০ টাকা, শসা ৩৫ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৫০- ৬৫ টাকা, শালগম ৩৫-৪০টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। নতুন করে বাজারে উঠেছে সজনে ডাঁটা। বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। পাতাকপির দাম স্থিতিশীল থাকলেও গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ফুলকপি ও ব্রোকলির। পাতাকপি আগের মতোই ৩০-৪০ টাকা পিস বিক্রি হলেও ফুলকপি ও ব্রোকলি ৫০-৫৫ টাকা পিস বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এসব সবজি ৪০-৪৫ টাকায় পাওয়া গেছে। আকারভেদে প্রতি পিস লাউ ৫০০-৬০ টাকা পর্যন্ত দাম চাইছেন বিক্রেতারা। লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাক, পুঁইশাক বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা আঁটি দরে। মসলার মধ্যে পেঁয়াজ ৪০-৫০ টাকা, রসুন ১১০-১২০ টাকা, দেশি আদা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে হালিপ্রতি ডিমের দাম বেড়েছে ২-৩ টাকা। সাদা ডিম পাইকারি বাজারে ক্রয়মূল্য ৩৪ টাকা ও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬ টাকা, হাঁসের ডিম পাইকারি বাজারে ক্রয়মূল্য ৬৫ টাকা ও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, দেশি মুরগির ডিম পাইকারি বাজারে ক্রয়মূল্য ৬৫ টাকা ও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। মুরগির খাবারের দাম বাড়ায় ডিমের দামেও এর প্রভাব পড়ছে। আরো বেড়েছে সয়াবিন তেল, খোলা লবণ, গোখাদ্য, মাছ। এই সব গ্রামিণ মানুষের মধ্যে এখন চিন্তার মূল বিষয় হচ্ছে দ্রব্য মূল্যের লাগামহীন দাম ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

দিনাজপুরে ইসলামি লাইফ টাইম ফাউন্ডেশনের গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ব্রেন টিউমারে আক্রান্ত শিশু শিমলার বাঁচার আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বীরগঞ্জ পল্লীতে মোবাইল গেমস আসক্ত কিশোরের আত্মহত্যা

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

পঞ্চগড়ে জমে উঠেছে সুপারির হাট ফলন কম হলেও দাম ভাল থাকায় খুশি বাগান মালিকরা

বীরগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর বিশ্ব শ্বাস্থ্য দিবস পালিত

ঝুঁকিপূর্ণ রেলওয়ে থানা ও পুলিশ ব্যারাক ! ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন