বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বিদায় প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে রাজকীয়
সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৫৩ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিকের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক কামিনীকান্ত রায়ের সভাপতিত্বে ও নওপাড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গীতা রানী সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জব্বার, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইদুর রহমান সোহাগ, মোহাম্মদ ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা সহ আরো অনেকে । আলোচনা শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ একত্র হয়ে তাকে সম্মান জানান। বিদায়ী মুহূর্তে ফুলের ফুলের মাল্য পরিয়ে ছাদ খোলা গাড়িতে বাদ্যযন্ত্রের তালে তালে রাজকীয় শোভাযাত্রায় প্রধান শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। দুই পাশে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয়দের উদ্যোগে শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য বহর বিদায়ী শোভাযাত্রায় অংশ হয়ে উঠে এক অভাবনীয় আয়োজন। বিদায় বেলায় এমন সম্মানজনক ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোঃ আবু বক্কর সিদ্দিক। অশ্রুসিদ্ধ চোখে তিনি বলেন, “শিক্ষকতা জীবন শেষে এমন ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
এই ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছে। অনেকে বলেন, “এটি শুধু একজন শিক্ষকের বিদায় নয়, এটি একজন আদর্শ মানুষের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি।”
এমন একটি আয়োজন প্রমাণ করে, একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক শুধু শিক্ষার্থীর নয়, পুরো সমাজের হৃদয়ে স্থান করে নেন।