বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১০, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ণ

অপহরন অভিযোগে দিনাজপুরে পুলিশের অভিযানকালে টের পেয়ে মাহফুজুল আলম হৃদয় নামের এক যুবক বাড়ীর ভেন্টিলেটার দিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছে।
আটক মাহফুজুল আলম হৃদয় (২৭)দিনাজপুরের সদর উপজেলার শেখহাটি গ্রামের নবীর হোসেনের ছেলে।অপরজন আটক জয় চন্দ্র রায় (২০) দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকালে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ।
ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, গত ৬এপ্রিল আলামিন নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে তার মোবাইল ফোন থেকে ১লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।ভিকটিমের পরিবার ওইদিন রাতেই ৪০হাজার টাকা অপহরণকারীদের নগদ অ্যকাউন্টে দেয়।পরে আরও ৬০হাজার টাকা দাবি করে অপহরণকারীরা, না দিলে আলামিনকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।
তিনি আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ অপহরণকারীদের নগদ অ্যাকাউন্টের সূত্র ধরে এবং প্রযুক্তি ব্যবহার করে প্রথমে দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে জয় চন্দ্র রায় (২০)কে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আলামিনকে উদ্ধার এবং তার সহযোগী মাহফুজুল আলম হৃদয়কে আটক করতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলে বলে জানান আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মুক্তিপণের ৪০ হাজার টাকার মধ্যে ওই দুইজনের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ জাবরহাটে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

পীরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মুদি দোকানীর মৃত্যু

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনাজপুরে উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি এর নতুন কমিটি মোকসেদ আলী-সভাপতি ও সদস্য সচিব আতিকুর রহমান

নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

হরিপুর উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বীরগঞ্জ গোলাপগঞ্জ হাটে গরু-ছাগল কেনাবেচায় মানুষের ঢল