অপহরন অভিযোগে দিনাজপুরে পুলিশের অভিযানকালে টের পেয়ে মাহফুজুল আলম হৃদয় নামের এক যুবক বাড়ীর ভেন্টিলেটার দিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছে।
আটক মাহফুজুল আলম হৃদয় (২৭)দিনাজপুরের সদর উপজেলার শেখহাটি গ্রামের নবীর হোসেনের ছেলে।অপরজন আটক জয় চন্দ্র রায় (২০) দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকালে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ।
ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, গত ৬এপ্রিল আলামিন নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে তার মোবাইল ফোন থেকে ১লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।ভিকটিমের পরিবার ওইদিন রাতেই ৪০হাজার টাকা অপহরণকারীদের নগদ অ্যকাউন্টে দেয়।পরে আরও ৬০হাজার টাকা দাবি করে অপহরণকারীরা, না দিলে আলামিনকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।
তিনি আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ অপহরণকারীদের নগদ অ্যাকাউন্টের সূত্র ধরে এবং প্রযুক্তি ব্যবহার করে প্রথমে দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে জয় চন্দ্র রায় (২০)কে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আলামিনকে উদ্ধার এবং তার সহযোগী মাহফুজুল আলম হৃদয়কে আটক করতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলে বলে জানান আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মুক্তিপণের ৪০ হাজার টাকার মধ্যে ওই দুইজনের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।