পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি খায়ইরুল আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ব্ক্তব্য দেন সাবেক এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীর আহমেদ, উপজেলা শাখার সহ সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান অনিস, জাপা নেতা হাসান আল, অধ্যাপক তৈয়ব আলী,পৌরসভার কাউন্সিলর দবিরুল ইসলাম, কামরুজ্জামান, আমিনুল ইসলাম, ভোমরাদহ ইউনিয়ন সভাপতি আবু হুসেন মিস্টার, সম্পাদক হাবিবুল্লাহ বাহার, কোষারানীগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, খনগাও ইউনিয়নের সভাপতি মাহাবুবু জামিল, সৈয়দপুর ইউনিয়ন নেতা সুরেশ চন্দ্র রায়, পীরগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ, উপজেলা যুব সংহতির সম্পাদক জহিরুল হক, ছাত্র সমাজের নেতা আকতারুল ইসলাম প্রমূখ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূনঃগঠন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।