মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭ম মৃত্যুবার্ষিকীতে হাজারো মানুষের ঢল ঃ দিনব্যাপী কর্মসূচী পালন প্রয়াত জননেতা এম. আব্দুর রহিমকে শ্রদ্ধাভরে স্মরণ সর্বস্তরের জনতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ

৭ম মৃত্যুবাষির্কীতে দিনাজপুরের সর্বস্তরের জনতা শ্রদ্ধাভরে স্মরণ করলো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মুজিব নগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান, “স্বাধীনতা পদক” প্রাপ্ত সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা এ্যাডভোকেট এম. আব্দুর রহিমকে। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিতে ভীড় করে হাজারো মানুষ।
“এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর” এর কর্মসূচিতে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসুচির সূচনা হয়। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, মুক্তিযোদ্ধা সংসদ ও এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারন সম্পাদক চিত্ত ঘোষ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’র আয়োজনে সকাল ১১টা থেকে দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন ও এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারন সম্পাদক চিত্ত ঘোষ।
এর পর এম আব্দুর রহিম এর সমাধীস্থলে শ্রদ্ধা জানান হাবিপ্রবির ভিসি মোঃ কামরুজ্জামান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরউল্লাহ, হাসপাতালের পরিচালক ডাঃ নুরুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, দিনাজপুর শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারন সম্পাদক শাহীন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বি কে বোস, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, ও সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, জেলা, শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, দিনাজপুর পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলর বৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি কলেজ, মহিলা কলেজসহ জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ প্রায় শত শত সংগঠন শ্রদ্ধা অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলী শেষে প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মরহুম এম আব্দুর রহিমের বড় পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এছাড়া এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র’র আয়োজনে, দিনাজপুর ডায়াবেটিক সমিতি ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে এবং জালালপুরে এম. আব্দুর রহিম জনকল্যাণমুখি যুব সংগঠনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত !

ঠাকুরগাঁও জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১ জন

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পীরগঞ্জে শিল্পকলা একাডেমীর সাথে অদিবাসী সংস্কৃতিক কর্মীদের আলোচনা সভা

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

পীরগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চুরি ছিনতাই বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান