রবিবার , ৬ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৬, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ৫ মার্চ শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে সভায় ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও প্রস্তুতি কমিটির আহবায়ক পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, যুগ্ম সম্পাদক কৃষিবিদ বিশ্ব নাথ সরকার বিটু, সদস্য কৃষিবিদ লুৎফুল বারী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু প্রমুখ। এ সময় জেলা, সদর উপজেলা কৃষকলীগের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১৫ মে জেলা, ৯ মে সদর উপজেলা, ২৪ মার্চ হরিপুর উপজেলা ও ৩১ মার্চ রানীশংকৈল উপজেলা কৃষকলীগের কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও