মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি যোগদান করা এক ঝাঁক তরুন ডাক্তারগণের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা বিষয়ক সমস্যা ও সমাধান কল্পে উন্মুক্ত মতবিনিময় করা হয়। আবাসিক মেডিক্যাল অফিসারডাঃ মোঃ সইফুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় স্বাগতও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মোঃ শামসুল হুদা ও ডাঃ মোঃ জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ডাঃ মির্জা সাইদুল ইসলাম, ডাঃ মোঃ রাজু হোসেন, ডাঃ মোছাঃ হাফিজা খাতুন, ডাঃ মোছাঃ রশিদা আক্তার রেহানা, ডাঃ নাসরিন ইসলাম, ডাঃ অনন্যা পাল, ডাঃ একেএম শাফায়াত লস্কর, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, যুগ্ন সম্পাদক রাব্বু হক প্রধান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কাজী মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ৪২ তম বিসিএস থেকে বের হওয়া ৮ জন তরুন ডাক্তার আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবিরের একান্ত প্রচেষ্টার ফলশ্রুতিতে বর্তমানেএকজনডেন্টালসার্জনসহমোট১৪জনডাক্তারকর্মরতআছেন৫০শয্যাবিশিষ্টএস্বাস্থ্যকমপ্লেক্সটিতে।উপজেলা বাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতেএটি একেবারেই আশাব্যঞ্জকবিষয় বটে। একারনে উপজেলার সর্বস্তরের মানুষ ডাঃ মোঃ হুমায়ূন কবির কে এ প্রতিনিধির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।