দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। ১০ নং কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইব্রাহীম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আহাচান হাবিব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ। এ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে বর্তমান কমিটিকে বিলপ্ত ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধন ইমদাদ সরকার। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১০নং কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হোন মোঃ মনিরুজ্জামান চৌধুরী ও পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আহাচান হাবিব সরকার।