বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার স্বর্ণ মূর্তির লোভে পরিবারের সর্বনাশ জিনের দেওয়া পিতলের মূর্তি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১০, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
৭ দিনের জন্যে আসমান থেকে দুনিয়াতে নেমে এসেছে ১ জিন । আমানত হিসেবে সেই জিনের কাছে ছিলো একটি স্বর্ণ মূর্তি। আসমানে ফিরে যাওয়ার আগে কোনো দরিদ্র পরিবার কাছে স্বর্ণ মূর্তিটি দিয়ে যাওয়াই জিনের দায়িত্ব। তবে শর্ত হচ্ছে কোরবানি দিতে হবে তিনটি দুম্বা। এমনি লোভনীয় প্রস্তাবে কোটিপতি হওয়ার সুযোগ পায় ঠাকুরগাঁও সদরের হঠাতপাড়া এলাকার একটি দরিদ্র পরিবার। প্রস্তাব পেয়ে অনেকটা আনন্দে আত্মহারা হয়ে যায় পরিবারটি।
প্রস্তাব অনুযায়ী লাল কাপড়ে মোড়ানো সোনালি রঙের এর একটি দেবী মূর্তি পেয়ে যান পরিবারের কর্তা মজিবর রহমান (৫৫)। এবার শর্তে থাকা তিনটি দুম্বা কোরবানি করার পালা। কারণ শর্ত পূরণের আগে লাল কাপড়ে মোড়ানো মূর্তিটি খোলা যাবে না। এমনকি এই ঘটনা কাউকে বলাও যাবে না। নিয়মের বিপরীত হলেই ক্ষতি হতে পারে। শর্তের তিনটি দুম্বার মূল্য ও যাবতীয় খরচ সহ ১ লাখ ৮৫ হাজার টাকা নির্ধারণ করে দেয় আসমানি জিন নিজেই। কিন্তু দিনমজুর সন্তান ও চা দোকানদার পিতার সারা জীবনের সঞ্চয় মিলেও নির্ধারিত পরিমাণ মিলছে না। তাই বাকি টাকা ঋণ নিয়ে শর্ত পূরণ করে পরিবারটি। এখন তাহলে কাপড় খুলে মূর্তিটি খোলার পালা। কিন্তু তার আগেই ফোন করে বসেন আসমানি জিন। দিয়ে দেন আরও একটি শর্ত। নতুন শর্ত অনুযায়ী পরিবারের চার সদস্যের নামে বিভিন্ন টেলিকমের একটি করে মোবাইল সিম দিতে হবে। সেই অনুযায়ী সিম নিজেদের আইডি দিয়ে কিনে রংপুর গিয়ে পৌঁছে দেন পরিবারের কর্তা। ঘটনাটি ২০২০ সালের। ঠাকুরগাঁও শহরের মন্দির এলাকার চায়ের দোকানদার মজিবর লোভের বশবর্তী হয়ে নিজের জীবনের বড় এই ভুলের কথা প্রায় দুই বছর পর প্রথমবার সাংবাদিকদের কাছে প্রকাশ করেন তিনি।
মজিবর রহমান বলেন, ‘পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। তবে এই ঘটনায় আমার বড় ছেলে বাদে বাকি ৪ জনই জড়িয়েছিলাম। প্রথমে আমার ছেলের বউ রুমা আক্তারকে ফোন দেয় এক বৃদ্ধ কণ্ঠের লোক। নিজেকে দাবি করেন আসমানি জিন হিসেবে। পরে আস্তে আস্তে এই চক্রে আমরা পরিবারের বাকি ৪ জন জড়িয়ে পরি। আমাদের শপথ করানো হয় বিষয়টি যেনো কারো সাথে শেয়ার না করি। ’মজিবর বলেন, ‘পরিবার নিয়ে আমি একটি ভাড়া বাসায় থাকি। কিছু কিছু করে এক লাখ টাকা জমিয়েছিলাম নিজস্ব একটি বাড়ির জায়গা কেনার আশায়। জমানো টাকার সাথে লোন করে আরও ৮৫ হাজার টাকাসহ আমি প্রতারকের হাতে তুলে দেই। কিন্তু পরে জানতে পারি আমাকে দেওয়া দেবী মূর্তিটি সোনার নয়, পিতলের ছিলো। আমি সর্বশান্ত হয়ে গেলাম।’এখানেই নিস্তার হয়নি ভুক্তভোগী মজিবর। তার থেকে নেওয়া চারটি সিম ব্যবহার করে অন্যত্র প্রতারণার কাজ চালিয়ে যায় সেই প্রতারক। পরে সেই সিমের নামে মামলা হলে, মজিবরের দরজায় আবার বিপদ এসে কড়া নাড়ে। সবশেষ সোমবার (১ মার্চ ২০২২) ঢাকার সিআইডি ইউনিট থেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ঢাকা থেকে তলব করা হয় মজিবর সহ বাকি ৩ জনকে। মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিআইডি কর্মকর্তা উপ–পরিদর্শক সিরাজ উদ্দিন জানান, এই ঘটনার সাথে পরিবারটি জড়িত। মামলার তদন্ত স্বার্থে তাদের থেকে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই জিজ্ঞাসাবাদের জন্য মজিবরের পরিবারকে ডাকা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ।– বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

ঠাকুরগাঁওয় পৌরসভার গাছ অবৈধভাবে চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

কাহারোলে শিক্ষক মুক্তিয়ারার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চার দেশের মধ্যে সেরা দিনাজপুরের আবিদ

বোচাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে মত বিনিময় সভা

দিনাজপুর শিক্ষা বোর্ডে নবনিযুক্ত সচিব প্রফেসর মোঃ দেলোয়ার হোসেন প্রধান-কে শুভেচ্ছা

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ