রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভোট কেন্দ্রে সহিংসতায় পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গতকাল সোমবার প্রতিবেদন দাখিল করেন।
বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে গত ১ আগষ্ঠ ঘটনাস্থল পরির্দশন করেন তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্ম্মন, কমিটির সদস্য জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ।
এ সময় তাদের সাথে ছিলেন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার(রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেনসহ অন্যারা। এছাড়াও রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল ও ঠাকুরগাঁও ডিএসবি ওসি-২ ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খারক্ষা বাহিনীর সদস্যরা।
এপ্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্ম্মন মুঠোফোনে বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের সাথে জড়িত ব্যক্তিদের লিখিত জবানবন্দি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে জমা দেওয়া হয়েছে। তদন্তে কি রকম তথ্য পাওয়া গেলো জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না তবে এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় কে জিজ্ঞাসা করতে পারেন।