বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃদিনাজপুরের বীরগঞ্জে একমি গার্মেন্টস ইউনিট ট্রেণিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে। গত কাল সকাল ১০টায় বীরগঞ্জ ফিস হ্যাচারী ও আকুয়া কালচার লিঃএর হল রুমে একমি গার্মেন্টস ইউনিটের ব্যবস্থপনা পরিচালক তানভীর সিনহার সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নংসুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, একমি গার্মেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল রহমান মানিক, ডিজি এম আব্দুল মোনায়েমমানু, জেনারেলম্যানেজার মোহাম্মদ শামসুজ্জামান, এজিএম মোস্তফাসারওয়ারজাহানরনি, সুমনরহমান। অনুুুষ্ঠানটিসঞ্চালনাকরেনবীরগঞ্জফিসহ্যাচারী ও আকুয়াকালচারলিঃএরম্যানেজার মো. সাজেদুররহমান। প্রতিষ্ঠানটিরপ্রধাননির্বাহীকর্মকর্তাআতিকুলরহমানমানিকজানান, দেশেরসুনামধন্য একমিগার্মেন্টসে সুদক্ষ অপারেটর নেওয়া লক্ষ্যে দুইসপ্তাহব্যাপীসম্পূণফ্রিতে ট্রিণিংকরানোহবে। ট্রিণিং শেষেতাদের নিয়োগ দেওয়াহবে।