মোঃ শামসুল আলম বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার দেশব্যাপী সংঘঠিত ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সেতাবগঞ্জ বড়মাঠে ধর্ষণ বিরোধী শ্লোগানে শ্লোগানে উপস্থিত হন কোচিং সেন্টারের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী। সকাল ১১ টায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, যথাক্রমে জেমি আক্তার, মোঃ রিফাতুজ্জামান রিফাত, মোঃ ঈশান আল মাহমুদ, মোঃ মাহদী আল মুবিন, মোঃ সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মাহবুব হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ওমেন্স সাইবার আইনের তথ্যানুযায়ী গত ৫বছরে ৬হাজার ৭১৩ জন ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি বছর ১৩শ জন শিশুর উপড়ে ধর্ষণের শিকার হচ্ছে। ৬হাজার ৭১৩জন এর মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু ৩হাজার ৭০৫জন। এই শিশুদের মধ্যে অনেকেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। মিডিয়া সেলের তথ্যানুযায়ী গত দুই মাসে সারাদেশে ১০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই বাংলার মাটিতে এক বছরের শিশু থেকে শুরু করে ১শ বছরের বৃদ্ধা পর্যন্ত প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। এই ধর্ষকদের এখনি আমাদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে। অন্যথায় এই নরপশুদের হাত থেকে আমাদের মা, বোন ও সন্তান কেউ রেহাই পাবে না।