হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক ইউপি সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে রানীশংকৈল পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের বরুয়াল গ্রামে এই ঘটনা ঘটে।
গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য রমজানের মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়রা কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করেছে৷’
তিনি আরও বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত মোটরসাইকেল চোর। এর আগেও, অনেকবার সে গণধোলাইয়ের স্বীকার হয়েছে।’
অভিযোগের বিষয়ে কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি আগে চুরি করতাম, তবে এখন আর করি না। আজ জাদুরানি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ স্থানীয়রা আটকে মারধর করেন।’
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির অভিযোগে এক কাউন্সিলরকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’