মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২২, ২০২০ ১:৫৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ব্যাপক ভাবে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তৎকালীন প্রাক্তন ইউনিয়ন প্রেসিডেন্ট মৃত সিরাজ উদ্দীন চৌধুরী ও মোছাঃ লুৎফুন চৌধুরীর ছেলে মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু ১৯৬৭ সালের ২১ নভেম্বর মরিচা ইউনিয়নের মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে এস,এস,সি, ১৯৮৫ সালে এইচ,এস,সি, ১৯৮৭ সালে স্নাতক (ব্যবসায়) ও ১৯৯৯ সালে বিএড করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন। একজন পরিপূর্ণ শিক্ষিত মানুষ হিসেবে ১৯৯৪ সালে নিজ উদ্যােগে ও এলাকাবাসীর সহযোগিতায় মরিচা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ১৯৯৪ সাল হতে অদ্যবধী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন। ২যুগ পেরিয়ে দীর্ঘ শিক্ষকতার জীবনে সাদা- সরল মনের এই মানুষটির অসংখ্য গুনাগ্রহী ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত হয়ে দেশের মানুষের সেবা ও কল্যাণে নিয়োজিত রয়েছে। জন্মগত ভাবেই আওয়ামীমনা পরিবারের সদস্য মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু ১৯৯৬ সালে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরী ও মাননীয় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের মরিচা ইউনিয়নে এক জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। পরবর্তীতে ২০০২ সালে মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, ২০০৪ সালে মরিচা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ২০১২ সালে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যবধী একই পদে বহাল রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তার রাজনৈতিক জীবনে একজন সক্রিয় কর্মী, একজন নেতা, একজন সাহসী যোদ্ধা হয়ে আওয়ামীলীগের একনিষ্ঠ ভক্ত হিসেবে এই ইউনিয়নের সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষের কল্যাণে সর্বদাই নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে নিয়োজিত রেখে এই অঞ্চলের আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও দলকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপামর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ব্যাপক প্রশংসনীয় ও পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয় আওয়ামীলীগের অনেক প্রবীনরাই তাদের মতামত ব্যক্ত করেন। সরেজমিনে মরিচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের নামের গুঞ্জনের কথা জানতে চাইলে আওয়ামী প্রেমী ভোটারদের অধিকাংশরাই জানান,মরিচা ইউনিয়ন আওয়ামীলীগ বর্তমানে অনেকটাই সুসংগঠিত হয়েছে। তাই একজন উদ্যোমী, শিক্ষিত ব্যক্তিত্ব ও দলীয় যোগ্যতা সম্পন্ন পরিক্ষিত প্রার্থীকে যাচাই-বাছাই করে দলীয় মনোনায়নে নৌকা প্রতীক দেওয়া না হলে আওয়ামীলীগ প্রার্থীর ভরাডুবি হওয়ার আশংকা প্রকাশ করেন। এব্যাপারে এক সাক্ষাৎকারে মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন যাবত দলীয় ও ব্যক্তিগত ভাবে এই এলাকার আপামর জনসাধারণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে প্রতিনিয়ত আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনকে সুসংগঠিত করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি। আওয়ামীলীগে যোগদান থেকে অধ্যবধি দলীয় সকল প্রকারের আন্দোলন, সংগ্রাম আর আওয়ামী সরকারের উন্নয়নের স্বার্থে একাত্বতা ঘোষণা করে কাজ করছি। সর্বপরি তিনি এই এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের প্রাণের দাবী মেটাতে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেলে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে শতভাগ জয় লাভের আশার কথা জানিয়ে সংশ্লিষ্ট সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

বৈশাখী সংস্কৃতি সমাবেশ ও কবিতার মাটি সংগঠনের সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

সামান্য বৃষ্টিতেই যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা !

পীরগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের শোকসভা ও দোয়া মাহফিল

ঘোড়াঘাটে ৩টি মসজিদের মালামাল চুরি

ঘোড়াঘাটে ৩টি মসজিদের মালামাল চুরি

সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

ডেকে নিয়ে বন্ধুকে নির্মমভাবে হত্যার প্রধান আসামী গ্রেফতার

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি