পীরগঞ্জ প্রতিনিধিঃ গনহত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আলোর মিছিল কর্মসূচী পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে আলোর মিছিল বের করা হয়। এতে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, নায়েমের সহকারী পরিচালক ড. হারুনুর রশীদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সভাপতি জয়নাল আবেদিন বাবুল. পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উদীচী শিল্পীগোষ্টী সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সহ সভাপতি আসাদুজ্জামান, সহ সভাপতি গৌতম দাস বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন, দপ্তর সম্পাদক জামালউদ্দীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা, সাধারণ সম্পাদক অপূর্ব শর্মা সহ পীরগঞ্জ উদীচীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মম বাতি প্রজ্জলন করা হয়।