মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

স্টাফ রির্পোটার- রাণীশংকৈল ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠিবার্ষিকী পালন উপলক্ষ্যে সোমবার (৩১জুলাই) বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বিকালে আ.লীগ দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকমিরা বর্ন্যাঢ্য র‌্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়। র‌্যালিতে স্বেচ্ছাসেবক লীগসহ আ.লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পৌরশহরের চৌরাস্তা মৌড়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইসচেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক,কৃষক লীগ সাধারণ সম্পাদক দীগেন্দ্রনাথ বর্মণ, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী।
এছাড়াও আরো বক্তব্য দেন, জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব ডন ও আব্দুল্লাহ আল তারেক লিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সুজন, প্রসেনজিত দাস মলয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নইমুল ইসলাম,রেজাউল করিম,মুনিরুজ্জামান বাবলু ও আরমান কাইসার জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত