বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জেলা এসডিএফ কার্যালয়ের আয়োজনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ৪নং ভোগনগর ক্লাস্টার এর উদোগে এবং জেলা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইফলিহুড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এর অবহিতকরণ কর্মশালায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় মো.মেখেলেছার রহমান, রংপুর জেলার এস,ডি,এফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো.আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা এস.ডি.এফ এর ব্যবস্থাপক আরও সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও জেলা ক্লাস্টারে পর্যায়ের এস.ডি.এফ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।