হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পানিতে ডুবে নুর আলম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের পীরহাট পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নুর আলম বকুয়া ইউনিয়নের পীরহাট গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির পাশের পীরহাট পুকুরে গোসল করতে যায়। এক সময় পানিতে তলিয়ে মারা যায়।
পরে সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে নুর আলমের লাশ উদ্ধার করা হয়।
বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের রেজা শিশু নুর আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।