রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের বিশাল মিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৯, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

দিনাজপুরে আগামী ২৫ জানুয়ারির কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমন উপলক্ষে শহর জামায়াতের উদ্যোগে বিশাল মুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৩টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়ে শহরের স্টেশন রোড, লিলির মোড়, মডার্ণ মোড়, চারুবাবুর মোড়, মারদহপট্টি, নিমতলা, জেনারেল হাসপাতাল মোড়, পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামাযাতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুর আনাম, বিশিষ্ট আইনজীবি জামায়াত নেতা এ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
মিছিলে দিনজপুর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মোঃ সোহেল রানা, এ্যাডবেকেট মোজাম্মেল হক বকুলসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ জামায়াতের অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ। এ দেশে আর কোন ফ্যাসিবাদকে জাযগা দেয়া হবে না। তাই আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর বড়মাঠের কর্মী সম্মেলনকে সফল করতে হবে। তিনি সুশৃংঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডা. শফিকুর রহমান।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ২৫ জানুয়ারি শনিবার দিনাজপুর গোড়া শহিদ ময়দানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়।
১৮ জানুয়ারি শনিবার বিকেলে কামিল মাদরাসা হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ শাখার উদ্যোগে একটি বিশাল শুভেচ্ছা মিছিল সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কামিল মাদরাসায় মিলিত হয়। শুভেচ্ছা মিছিলে জামাতের আমির ডাঃ শফিকুর রহমানের আগমনকে সামনে রেখে উপজেলার সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আগামী ২৫ তারিখের জামায়াতের কর্মী সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান। শুভেচ্ছা মিছিলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারী মোঃ মাহবুব আলম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ মোহাইমেনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সেবা ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে ডাক্তারের রিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্রে অসুস্থ ৩টি শকুন চিকিৎসায়,দর্শনার্থীদের ভিড়

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান হান্নান শেখ

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পাঁচ বছরের সাজা থেকে বাচঁতে ১৭ বছর পলাতক \ অবশেষে গ্রেফতার

পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ১৪টি ঘর

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার নকল ভারতীয় ধানের বীজ উদ্ধার

বীরগঞ্জে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয়

আ’লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বক্তব্যে বলেন —মির্জা ফখরুল