বুধবার , ৩০ মার্চ ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৩০, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরে বীরগঞ্জ -সেতাবগঞ্জ রোডে একটি আম গাছ যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে।
যে গাছটি পথচারীদের যাতায়াতের সময় ছায়া প্রদান করতো সেই আম গাছটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। পথচারীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছে সড়কটিতে। কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতির কারণে প্রতিনিয়ত ছোট-খাটো সড়ক দুঘর্টনা ঘটে চলছে। একটি গাছ নিয়ে চলছে গুঞ্জন। যেকোন মুহূর্তে ভেঙে পরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা গেছে, বিজয় চত্বরের দক্ষিণ – পশ্চিম কোনায় অর্ধ শতবর্ষী একটি আম গাছ রয়েছে। সেই আম গাছটি ৯৫ শতাংশ মৃতপ্রায়। গাছের কোটরে উপপোকা বাসা বেঁধে খোকলা করে দিয়েছে। যেকোন সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ওই আম গাছের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে। অনেকে আতংকে চলাচল করছেন।মরা গাছের ডালপালা মাঝে মাঝে ভেঙে পরে। সেই জন্য খুব সতর্কতার সাথে জনসাধারণরা চলাফেরা করছেন। কিন্তু এভাবে ভয়ে আর কতদিন মানুষের চলাচল করবে। প্রশাসনিক ভাবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন অনেকে।
সূত্রে প্রকাশ, পৌরশহরের পুরাতন শহীদ মিনার মোড়স্থ বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের পার্শ্বে এই আম গাছসহ নানান রকম গাছ রোপন করেন জেলা পরিষদ । সেই গাছগুলো ধীর ধীরে বড় হয়ে পথচারীদের ছায়া দিতে শুরু করে। কিন্তু সেই ছায়া দেওয়া আর হলো না। উক্ত স্থানীয় ব্যবসায়ীদের দায়িত্ব অবহেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান পেরেক ঠুকিয়ে ব্যান্যার, পোস্টুন লাগানোর কারণে আমগাছটি শুকিয়ে মরণ ফাঁদে পরিনত হয়েছে।
গাছটির ছোট-বড় ডাল শুকিয়ে এখন পথচারীদের উপর পড়ছে। এছাড়া অধিকাংশ গাছের মূল শিকড় নষ্ট হয়ে গেছে। যখন-তখন বড় গাছগুলো উপড়ে পড়তে পারে পথচারীদের মাথার উপর। তাই পথচারীদের জীবন-প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে। আক্ষেপ করে এক পথচারী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এই সড়কে প্রতিদিন বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার কর্মজীবী নারী পুরুষ বীরগঞ্জ -থেকে পীরগঞ্জ, হরিপুর, বোচাগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলা -উপজেলা থেকে এই স্থানে অবস্থান করছেন। এমনকি ওই স্থানে ছোট -বড় যানবাহনে চলাচলরত যাত্রীদেরকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ধনীর মিয়ার মিল চাটালের সামনে পাকা রাস্তার উপর দু-তিনটি মরা গাছে একই অবস্থায় মরণ ফাঁদ হয়ে আছে। মরা গাছগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতিদ্রুত রাস্তার পাশে নষ্ট গাছ গুলো অপসারণ করা হোক। তা না হলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা গাছগুলোর অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নিজের শরীরে আগুন দিয়ে অগ্নিদগ্ধ রত্না রাণী মারা গেছে

নেক্কারজনক ঘটনা ঘটেছে সচিবের কার্যালয়ে -মির্জা ফখরুল

বিরল এক শিশু ম-র্মা-ন্তিক মৃ-ত্যু পরিবারের শো-কের মা-তম

সাংবাদিককে হত্যার হুমকি: পীরগঞ্জে প্ল্যাকার্ড হাতে দুইসংবাদ কর্মীর প্রতিবাদ

বিরলে ৩৩টি ব্যবহৃত সীম ও ট্যাপেন্টাডলসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

বিরলে ৩৩টি ব্যবহৃত সীম ও ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক শিশুর জন্ম হয়েছে

ঠাকুরগাঁওয়ে সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ জন !

চিরিরবন্দরে নিখোঁজের একদিন  পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দরে নিখোঁজের একদিন পর মিলল কৃষকের লাশ

বীরগঞ্জে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত হচ্ছে

রাণীশংকৈলে সাংবাদিকের স্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল