বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে ২৫ তম মহোৎসব বার্ষিক উপলক্ষে ৩দিনব্যাপী কেন্দ্রীয় হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির আয়োজিত ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠানে ৯ মে ২০২২ সোমবার রাত্রে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন ও পূজা অর্চনা মধ্যদিয়ে প্রথম দিন ১০ মে মঙ্গলবার এই অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশ করেন নবদ্বপুশ্রী সম্প্রদায়
কুমিল্লা, গীত গোবিন্দ সম্প্রদায়
সাতক্ষীরা, শ্রীশ্রী কুলেশ্বরী সম্প্রদায়
নেত্রকোণা, গৌর গৌরনিত্যান্দ সম্প্রদায়
পঞ্চগড় ও গোবিন্দ মন্দির সম্প্রদায়
নীলফামারী। আগামী শুক্রবার ভোর থেকে সারা রাতব্যাপী অষ্টকালীন নীলা কীর্তন পরিবেশনায় নওগাঁ, নবাবগঞ্জ ও হিলি থেকে আগত কুুমারী বন্দনা মহন্ত, সুপ্রিয়া সরকার এবং নরোত্তম দাস বাবলু দল। ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ জাতি,ধর্ম নির্বিশেষে সকল বয়সের শতশত লোকের সমাগম ঘটে। কীর্তের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। প্রথম দিন রাতে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা দলীয় নেতাকর্মী নিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান মন্দির প্রাঙ্গণে আসেন,এসময় তিনি কমিটির নেতৃবৃন্দ ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়াও আশীর্বাদ কামনা করেন। মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি গিরিজা নাথ দাস বলেন, করোনার কারণে গতবছর দু’বছর যজ্ঞানুষ্ঠান নিষেধ থাকায় এবছর ভক্তবৃন্দের উপস্থিতি বেশি। কলি যুগে মানবজাতি দুঃখ কষ্ট মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মাবলম্বীদের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবানের অন্তত প্রেমে ভাবিত্ত হতে হবে।