বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে নিজের শরীরে আগুন দিয়ে অগ্নিদগ্ধ রত্না রাণী মারা গেছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৯, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীতে রত্না রাণী(১৮) নামের এক নববধূ নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। রতœা রাণী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের জবা রাম বর্মনের মেয়ে। পরিবারের লোকজন জানায়, জবা রাণী(১৮)’র প্রায় ৬ মাস আগে পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মিঠাপুকুর গ্রামের হৃদয় চন্দ্র বর্মনের সাথে বিবাহ হয়। সম্প্রতি গত দুর্গাপূজার সময় রতœা রাণী পাল্টাপাড়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর বাড়ী ফিরে যায়নি। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর)দুপুর প্রায় দেড়টার দিকে রতœা রাণী নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আগুন লাগার বিষয়টি বাড়ীর লোকজন জানতে পেরে চিল্লাহল্লা করলে প্রতিবেশীরা ছুটে এসে শরীরের জলন্ত আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতœাকে অগ্নিদগ্ধে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ রতœার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর সন্ধায় রতœা রাণী(১৮) মৃত্যু বরণ করে। রতœার বাবার বাড়ির লোকজন জানান, রতœার লাশ ঢাকায় ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত শেষে ২৭ নভেম্বর রাত প্রায় সোয় ২ টায় রতœার বাবার বাড়ী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়ায় লাশ নিয়ে আসা হয়। লাশ তাড়াহুড়া করে তার স্বামীর বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী মিঠাপুকুর গ্রামে পাঠানো হয়। সেখানে রতœার লাশ তাদের ধর্মীয় মতে দাহ করা হয়। পাল্টাপাড়া গ্রামের লোকজন জানান, সম্প্রতি রতœাকে নিয়ে একটি শালিশ বৈঠক বসেছিল। বৈঠকে রতœাকে অপদস্ত করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন সচেতন নাগরিক বলেন, কিসের শালিশ বসেছিল, কেন বসেছিল, কে অপদস্ত করেছিল, দুর্গাপূজার সময় স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী এসে কেন স্বামীর বাড়ীতে ফিরে গেল না ?এ প্রশ্নগুলোর উত্তর পেলেই রতœা রাণীর আত্মহত্যার কারণ জানা যাবে। পুলিশ জানায়,এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ চিনিকল পূনরায় চালু করার দাবীতে মানববন্ধন ও পথ সভা

বীরগঞ্জে চাইল্ড হেল্প ডেস্ক বিভিন্ন সেবাসমূহ বিষয় নিয়ে আলোচনা সভা

দিনাজপুরে স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির অগ্রগতির অর্জন ও বিশেষ ক্যাম্প উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা ও হেলমেট বিতরণ করেন

রাণীশংকৈলের নকীব মন্ডল ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ৭২তম