র্যাব-১৩, ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(০২এপ্রিল) ২০২২ সন্ধ্যায় দিনাজপুর জেলার কোতয়ালী থানার পৌরসভার সুইপার কলোনী শীতলামন্দির এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯পিস নিষিদ্ধ মাদক দ্রব্য (ট্যাপেন্টা)ও ১৯ লিটার চোলাই মদ সহ জাহাঙ্গীর আলম মানিক (৩৫), আটক করেছে র্যাব। আটক জাহাঙ্গীর আলম মধ্য বালুবাড়ী (পশুহাসপাতাল মোড়) এলাকার বাশিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশকিছুদিন ধরে মাদক ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।